শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব ১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক এস,এম, মোর্শেদ হাসান জানান, গত ১২ জুলাই সিরাজগঞ্জ সদর পৌরসভা এলাকা হতে ছবি রানী(১৮)কে গোশালা গ্রামের শ্রী ভোলা দুলাল রায় এর ছেলে শ্রী শুভ রায়(২২) একই গ্রামের শ্রী অবিরাম চন্দ্র সূত্রধর(৬০) পিতা মৃত মাখন লাল চন্দ্র সূত্রধর এর বাড়ীতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী ২০০৩ এর ৭/(১)/৩০ ধারায় মামলা করেন মামলা নং ৩৬/৫০৬, উক্ত ঘটনার সাথে পুলিশের পাশাপাশি র্যাব ১২ অভিযুক্ত আসামীকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৭ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ৩ ঢাকা এর সহযোগিতায় র্যাব১২ এর একটি আভিযানিক দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ০১নং আসামী শ্রী শুভ রায়(২২)কে গ্রেফতার করে পরবর্তীতে আসামীকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সিরাজগঞ্জ র্যাব ১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক এস,এম, মোর্শেদ হাসান আরও জানান, র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গিদমন, ছিনতাই, চুরি, চাঁদাবাজী ও অবৈধ মাদক ব্যবসা চোরাচালান সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের নির্মূলে কঠোর ভূমিকা পালন করে আসছে এবং র্যাবের এ ধরনের চাঞ্চল্যকর অপরাধ দমনে আভিযানিক কার্যক্রম চলমান থাকবে।