সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে চর-কৈজুরীতে অবৈধ ড্রেজার জব্দ

মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর-কৈজুরীতে অবৈধ ভাবে ফসলী জমিতে ড্রেজার বসিয়ে চর-কৈজুরী গ্রামের মোহাম্মদ আলী ও তার ভাই শেখ সাদী বালু উত্তোলন করাচ্ছে এমন লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে অবৈধ বালু উত্তলনের ড্রেজার।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকার।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকার সাংবাদিকদের বলেন, ড্রেজার মালিককে পাওয়া যায়নি। ড্রেজার জব্দ করে স্থানীয় ইউপি মেম্বার এর জিম্বায় রাখা হয়েছে। পরবর্তিতে যে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে তা আপনাদের জানানো হবে।

কৈজুরী ইউনিয়নের মেম্বার আব্দুল লতিফ চুনু সরকার ড্রেজার জব্দের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমার জেম্বায় ড্রেজার রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com