সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান এইচ টি ইমাম গার্সল স্কুল এন্ড কলেজে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ৬ষ্ঠ শ্রেণীর নবাগত ছাত্রীদের কে ফুল দিয়ে বরণ করা হয়।
এসময় অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এইচ টি ইমাম গার্সল স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি ইউ,এন,ও আরিফুজ্জামান, পৌর মেয়র এস,এম নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মাহবুব হাসান,উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের আহ্বয়াক গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামসহ প্রমুখ।
এসময় অধ্যক্ষ সিরাজুল ইসলাম নবীন ও প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ছাত্রীদের পুরস্কৃত প্রদান করা হয়।