শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জে র্যাবের মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গতকাল সোমবার বিকাল ৩ টা ৫মিনিটে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বাঘাবাড়ী ব্রীজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
এসময় ভাটপাড়া গ্রামের মোঃ আলমগীর হায়দার এর ছেলে মোঃ তানজিল হায়দার রাসেল(২৭) ও একই গ্রামের মৃত নবী হোসেন এর ছেলে মোঃ জুয়েল রানা (৩৮) উভয় থানা শাহজাদপুর জেলা-সিরাজগঞ্জদেরকে ৮০৭ পিচ ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল সেট, দুইটি সিমকার্ড ও নগদ দুই হাজার তিনশত টাকাসহ নাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।