সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি::
মঙ্গলবার রাত ১০টার সময় র্যাব-১২, সিরাজগঞ্জের ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্রশেদ হাসান ও সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পূর্ণবাসন বড় শিমুল পঞ্চসোনা গ্রামের জনৈক মোঃ হায়দার আলী টিক্কা(৪০) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে।
এসময় অভিযান চলাকালে মোঃ হায়দার আলী টিক্কার স্ত্রী মোছাঃ মরিয়ম বেগম(৩৮)কে ৫১০ পিচ ইয়াবা, ১টি কাগজের রোলে পেঁচানো ফুয়েল পেপার ও নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকাসহ গ্রেফতার করেন।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে র্যাব কর্তৃক একটি মামলা রুজু করা হয়।