শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জের কামারখন্দের ঝাঐল গ্রামে অনুমোদিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আয়োজনে শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে স্থানীয়রা ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ। এ ছাড়াও বক্তব্য দেন আব্দুল আজিজ সরকার, এসএম নজরুল ইসলাম,মোঃ নুরনবী সরকারসহ আরও অনেকে।
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এলাকার নারী পুরুষসহ শতশত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং স্থানীয়রা জানান উল্লাপাড়া ঘাটিনা রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় কিছুদিন আগে বড় কনে সহ মাইক্রোবাসের ১৩ জন প্রান হারিয়েছে, রেলক্রসিংয়ে আর কারও যেন এমন মর্মান্তিক মৃত্যু না হয় তাই অবিলম্বে আমাদের দাবি বাস্তবায়নে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।