শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

সিনেমায় আর দেখা যাবে না সুপারস্টার বিজয়কে!

বিনোদন ডেস্ক:: থালাপতি বিজয়কে যারা পর্দায় দেখেই অভ্যস্ত, তার অভিনয়ের দারুণ ভক্ত হয়ে গেছেন; তাদের জন্য দুঃসংবাদ! কেননা, সামনে আর সিনেমাতে দেখা যাবে না দক্ষিণ ভারতের এই সুপারস্টারকে! শুধু দক্ষিণ ভারত নয়, সর্বভারতীয় সিনেমার বক্স অফিসেই দাপট দেখিয়ে যাচ্ছেন বিজয়। সর্বশেষ তার ‘লিও’ সিনেমাটিও টেক্কা দিয়েছে জওয়ান, পাঠানের মতো সিনেমাকেও! ক্যারিয়ারের একেবারে চূড়ান্ত সময়ে সিনেমা ছেড়ে দেয়ার সিদ্ধান্তে কিছুটা হতাশ তার অনস্ক্রিন ভক্তরা!

বর্তমানে এই নায়ক ‘গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট) সিনেমার শুটিং করছেন। তিনি জানিয়েছেন, তার অভিনীত সর্বশেষ ছবি হতে যাচ্ছে ‘থালাপতি ৬৯’। অর্থ্যাৎ বিজয়কে সামনে আর দুটি সিনেমায় দেখা যাবে!

তবে পর্দায় না হলেও এবার বাস্তবে জনতার নেতা হওয়ার দৌড়ে সামিল ভারতীয় দক্ষিণী সুপারস্টার বিজয়! গতকাল ২ ফেব্রুয়ারি ঘোষণা করলেন নতুন রাজনৈতিক দলের নাম।

তামিলনাডুর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে বিজয় নিজের দলের নাম রেখেছেন ‘তমিঝা ভেট্রি কাজগম’ (টিভিকে)। অভিনেতার দলের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে যেন পুরো দক্ষিণ ভারতে তার ভক্তরা উদযাপনে মেতে ওঠে! এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। নতুন দল গঠন করে রাজনীতির ময়দানে পা রাখায় বেজায় আনন্দিত তামিল ভাষাভাষি মানুষ। সংবাদে বিজয় ভক্তদের রাস্তায় নেমে আতশবাজি ও সাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।

তারা সবাই মনে করছেন, নেতা বিজয়ের কাছ থেকে সিনেমার মতো বাস্তবেও নতুন দিনের দিশা পাবে জনতা!

সিনেমা ছেড়ে কেন রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিলেন বিজয়? এমন প্রশ্নের কিছুটা সদুত্তর পাওয়া যাবে তার সাম্প্রতিক একটি মন্তব্যে।

রাজনীতি নিয়ে বিজয় বলছেন, ‘আপনারা সকলেই তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানেন। একদিকে আমাদের রয়েছে নিষ্ক্রিয় প্রশাসন, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতি, অন্যদিকে আমাদের রয়েছে বিভাজনমূলক রাজনীতি; যার উদ্দেশ্য মানুষকে জাতি, গোষ্ঠী এবং ধর্মের ভিত্তিতে বিভক্ত করা। উভয়ই আমাদের অগ্রগতিতে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এটা চিরন্তন সত্য যে, তামিলনাড়ুতে মানুষ রাজনৈতিক দৃশ্যপটে পরিবর্তনের জন্য অধীর অপেক্ষায় আছে এবং সার্বিক পরিবর্তন আনতে জনগণ একটি নিঃস্বার্থ, সৎ, ধর্মনিরপেক্ষ এবং প্রতিভাবান দল চায়।’

মানুষের পরিবর্তনের আকাক্সক্ষাকে বাস্তবে রূপ দিতেই রাজনীতিতে পা রাখলেন বিজয়। তার কাছে রাজনীতি কোনো শখের ব্যাপার নয়। তিনি যেমনটা বললেন, রাজনীতি আমার শখ বা অন্য আরেকটি পেশা নয়। এটি জনগণের জন্য একটি পবিত্র কাজ। রাজনীতির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা জানতে আমি দীর্ঘদিন ধরে অনেকের কাছ থেকে শিক্ষা নিয়েছি। এই কাজের জন্য নিজেকে প্রস্তুত করে চলেছি।

লোকসভা নির্বাচনের সামনে নতুন দল গঠনের ঘোষণা দিলেও বিজয় আগেই জানিয়েছেন, তার দল আসন্ন লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে না। একই সঙ্গে দলের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া বিজয় জানিয়েছেন, দলের কার্যনির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে কোনও দলকে সমর্থনও করবে না টিভিকে।

জানা গেছে, ২০২৬-এ তামিলনাডুতে বিধানসভা নির্বাচন। নতুন দলের লক্ষ্য ওই নির্বাচনে অংশগ্রহণ করা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com