শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এর শোক

সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এর শোক

নিজস্ব সংবাদদাতা:: দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম পরিবার।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এর সভাপতি আবদুল্লাহ আল মামুন সংগঠনের পক্ষে এ শোক প্রকাশ করা হয়।

তিনি বলেন, তোফাজ্জল হোসেন ভাই শুধু নারায়ণগঞ্জ জেলার একজন সাংবাদিকই ছিলেন না তিনি ছিলেন আমাদের একজন অভিভাবক। সুখে দুঃখে সব সময়ই তিনি সাহস যোগাতেন দিতেন সময় উপযোগী দিক নির্দেশনা। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিকতায় একজন রত্ন হারালো। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মরহুমের জানাজা আজ বাদ আসর ডিআইটি মসজিদে এবং বাদ এশা কাশীপুরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com