মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় আসামী শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬২ জন

শেখ হাসিনা-শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে৷

রবিবার রাতে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা মাছ ব্যবসায়ী মো. মিলনের স্ত্রী মোসা. শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, এর আগে গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় দিয়ে মাছের আড়তে যাচ্ছিলেন নাসিক ১ নং ওয়ার্ডের মাছ ব্যবসায়ী মিলন মিয়া। এসময় ১ থেকে ৩ নং আসামির নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন একত্রিত হয়ে সমবেত ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করে। এতে মিলন মিয়া বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

তার সাথে থাকা দুই ভাগিনা শাকিব ও মানিকসহ আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কনক হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে সাইনবোর্ডে অবস্থিত প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার জানিয়ে দেন গুলিবিদ্ধ মিলনের মৃত্যু হয়েছে।

এই মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমীরে ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, (নাসিক) ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদল, ৪ নং-এর কাউন্সিলর নুর উদ্দিন মিয়া, ৮-এর কাউন্সিলর রুহুল আমিন, ১০-এর কাউন্সিলর ইফতেখার আলম খোকনসহ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজন আওয়ামী লীগ নেতা, জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খোকন সাহাসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com