রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

সিঙ্গাপুরে জিমন্যাস্টিকসে বাংলাদেশের স্বর্ণ জয়

সিঙ্গাপুরে জিমন্যাস্টিকসে বাংলাদেশের স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক:: সিঙ্গাপুর ওপেন মেন’স আর্টিস্টিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতার প্রথম দিনেই বাংলাদেশের জিমন্যাস্টরা দারুণ সাফল্য অর্জন করেছেন। জুনিয়র দলগত বিভাগে প্রেন্থই ম্রো, উতিং অং মার্মা ও মেন্তোন টনি ম্রো স্বর্ণপদক জিতেছেন।

প্রেন্থই ম্রো জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল-অ্যারাউন্ড বিভাগে ব্রোঞ্জপদক অর্জন করেন।

সিনিয়র দলগত বিভাগে রাজীব চাকমা, ওহাই মং মার্মা, মোহাম্মদ রাফি আহমেদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী জ্যাক আশিকুল ইসলামের সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল রৌপ্যপদক লাভ করে।

জ্যাক আশিকুলের শেকড় বাংলাদেশে। তার পিতা আশিকুল ইসলাম বাংলাদেশি। এই তরুণের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে হলেও তিনি এবার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com