বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা এলাকায় সোহেল(২০) নামে এক যুবককে ঢাকা সিংগাইর সড়কের নিউ ফিলিং পেট্রোল পাম্প সংলগ্ন চায়ের দোকানে পাশে পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি চিহ্নিত দুর্বৃত্তচক্র খুন করে পালিয়ে যায়। খুন হওয়া সোহেল জামসা ইউনিয়নের মনির মিয়ার পুত্র। এঘটনায় জড়িত এজাহারভূক্ত আসামীদের গ্রেফতারে পুলিশসহ আইনশৃংখলা তৎপর বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছর শুক্রবার (১১ নভেম্বর-২০২২) রাত ১০টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় বারইগ্রামের জয়নালের ছেলে মো. আহমেদ, রামারকান্দি গ্রামের মৃত গুনাই মিয়ার ছেলে খসরু মিয়া (৩০), জামসা গ্রামের ময়নুল মিয়ার ছেলে জুনেদ আহমেদ (২৬), সোনাপুর এলাকার জব্বারের পুত্র ফজলু মিয়া (৩৫), চিহ্নিত সন্ত্রাসী ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইলের দড়িকান্দা গ্রামের আলতাফ খালাসীর ছেলে আলফাজ (২২)সহ আরো বেশ কয়েকজন হত্যার সাথে জড়িত বলে স্বজনদের দাবি।
নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেলকে হত্যা করা হয় পরিকল্পিতভাবে। এঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানায় নিহতের পরিবার।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন রাতে সোহেল নিউ ফিলিং পেট্রোল পাম্প সংলগ্ন একটি চায়ের দোকানের পাশে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলো। এসময় এজাহারভূক্ত আসামীরা হঠাৎ দেশীয় অস্ত্রসহ দা, ছুড়ি দিয়ে আঘাত করে সোহেলকে। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মো. আবুল হামজা তাকে মৃত ঘোষণা করে। পরে সোহেলের পিতা মনির মিয়া সিংগাইর থানায় ঘটনায় জড়িতদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের পরিবারের দাবি, খুনিরা পরিকল্পিতভাবে সোহেলকে হত্যা করে। এ ঘটনার পর থেকে নিহতের পরিবারে বইছে শোকের মাতম ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে আইনশৃংখলা বাহিনী তৎপর রয়েছে। অপরাধীদের বিষয়ে কোন ছাড় নেই।