editor1
- ২ অক্টোবর, ২০২৪ / ১৭৮ জন দেখেছেন

সালমান এফ রহমান ফের ৭ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানায় পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং সাবেক সাংসদ সালমান এফ রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২ অক্টোবর) দুপুরে দোহার থানার ওসি রেজাউল ইসলাম ও নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তাঁরা বলেন, নবাবগঞ্জ থানায় গত ৩ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলায় ৪দিন ও ২৫ আগস্ট দোহার থানার একটি মামলায় ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে আমলী আদালত নবাবগঞ্জের ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন বলে পুলিশ সূত্র জানায়।
পুলিশ আরো জানান, দুই থানায় সালমান এফ রহমানকে মামলায় রিমান্ড পেলেও খুব তাড়াতাড়ি রিমান্ডে আনতে পারছেন না পুলিশ। ঢাকা মহানগরসহ দেশের আরও কয়েকটি মামলায় রিমান্ডে আছেন সালমান এফ রহমান। এসব রিমান্ড শেষ হলেই তাঁর নিজ নির্বাচনী এলাকায় দায়ের হওয়া মামলায় রিমান্ড আনা সম্ভব।
উল্লেখ্য গত ৪ আগস্ট দোহার উপজেলার করম আলীর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলা ও গুলি করার অভিযোগ রয়েছে। এঘটনায় ২৫ আগস্ট উপজেলার রামনাথপুর গ্রামের মো. শাজাহান মাঝি বাদী হয়ে বিস্ফোরক আইনে দোহার থানায় মামলা দায়ের করেন। অপরদিকে নবাবগঞ্জ থানায় ৫ আগষ্ট থানার সামনে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার অভিযোগে গৃহবধু ফাতেমা বেগম মামলা করেন।
এদিকে এসব মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখাতে গত ২২ সেপ্টেম্বর আদালতে আবেদন করেন স্ব স্ব মামলার তদন্তকারী কর্মকর্তা।
এসব মামলায় অন্য আসামীরা হলেন, সাবেক সংসদ সদস্য খন্দকার হারুন অর রশিদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেনসহ দুই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী
Like this:
Like Loading...
Related