রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

সালমান এফ রহমান গ্রেপ্তারে নবাবগঞ্জে আনন্দ মিছিল

সালমান এফ রহমান গ্রেপ্তারে নবাবগঞ্জে আনন্দ মিছিল

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন৷

এদিকে গ্রেপ্তারের খবর পেয়ে সালমান এফ রহমানের সংসদীয় আসন ঢাকার নবাবগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

দোহারে নয়াবাড়ি ইউনিয়নে হারুন মাস্টারের নেতৃত্বে প্রথম মিছিল বের করে, কার্তিকপুরে চুন্নু মিয়ার নেতৃত্বে, দোহার উপজেলায় উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের নেতৃত্বে মিছিল বের করা হয়। দোহার পৌরসভায় বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ এর নেতৃত্বে মিছিল হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়৷ মিছিলটি কোর্ট বিল্ডিং (বাগমারা) হয়ে শেষ হয়ে পূনরায় নবাবগঞ্জ কায়কোবাদ চত্বরে এসে শেষ হয়৷ এসময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।

‘উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, ঢাকা জেলা বিএনপি দপ্তর সম্পাদক এরশাদ আল মামুন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সেন্টু মোল্লা, উপজেলা যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেল এসময় উপস্থিত ছিলেন৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com