বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:২২ অপরাহ্ন

সালমান-আনিস আরও ৫ দিনের রিমান্ডে

সালমান-আনিস আরও ৫ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক:: বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় তাদের ঢাকার সিএমএম আদালতে আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রাশিদুল হাসান তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে।

এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল রহমান জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. সজীব মিয়া বাদী হয়ে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com