বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:: ‘অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ’ছবিতে শেষ দেখা গিয়েছে সালমন খানকে। এরপর একটা বছর হল বড় পর্দায় দেখা যায়নি ভাইজানকে। প্রথমে ভাবা হয়েছিল হয়তো তিনি ফিরবেন ‘টাইগার’ ফ্র্যাঞ্জায়েজির ৩ নম্বর ছবি দিয়ে। পরে সালমন ঘোষণা করেন ৩০ ডিসেম্বর আসছে ‘কিসি কা ভাই কিসি কা জান’। এই সিনেমায় প্রথমবার পূজা হেগরের সঙ্গে কাজ করবেন সাল্লু। সঙ্গে এটাই বিগ বস-খ্যাত শেহজান গিলের বলিউড-ডেবিউ। তবে সম্প্রতি তিনি ঘোষণা করলেন আরেক বিখ্যাত মানুষকে দেখা যাবে এই ছবিতে। যিনি বক্সিংয়ে ভারতকে অলিম্পিক থেকে পদক এনে দিয়েছেন।
সালমন খান নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের সঙ্গে বসে রয়েছেন। আর প্রত্যেকেরই হাত মুঠো করে রাখা। আর একটু ভালো করে নজর দিলেই বুঝতে পারবেন যে সালমনের পাশে বসে আছেন বক্সার বিজেন্দ্র সিং।
ক্যাপশনে লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে হামারে বক্সার ভাই @singhvijender… তোমাকে কিসি কা ভাই কিসি কা জান-এ স্বাগত।’
এই খবরে কিন্তু বেশ খুশিই হয়েছেন সালমনের ভক্তরা। তাঁরাও মন খুলে স্বাগত জানিয়েছেন বিজেন্দ্রকে। লিখেছেন, ‘এই ছবিতে রোজ নতুন নতুন চমক দিচ্ছে ভাই। আর তো অপেক্ষা করতে পারছি না।’
প্রসঙ্গত, ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে টাইগার ৩। সালমন আর ক্যাটরিনা বড় পরদায় আসবেন আরও একবার। এবার তো সালমনের ছবিতে কেমিও করছেন শাহরুখও। এটা মিস করলে চলে! সঙ্গে সালমন-ক্যাটের জুটিও বেশ পছন্দ করে দর্শক। সঙ্গে ফুল অ্যাকশন মুডে পাওয়া যায় সালমনকে। এমনকি, সালমনেক কেরিয়ারের সুপার হিট ছবির তালিকাতে বেশ উপরের দিকেই আছে টাইগার সিরিজের আগের দুটো ছবি। কিন্তু কিছু ভিএফএক্সের রাজ আর শাহরুখ খানের ডেট সমস্যার কারণে তাঁর শ্যুট বাকি থাকায় পিছিয়ে গিয়েছে মুক্তি।