বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

সালথা প্রেসক্লাবের ১১ সাংবাদিকের পদত্যাগ

মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের সালথা প্রেসক্লাবের তিন সহ-সভাপতিসহ ১১ সাংবাদিক এক যোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ১০ নভেম্বর বিকালে সালথা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল হাসানের কাছে একটি লিখিত পত্রে ১১ সদস্য স্বাক্ষরিত এই পদত্যাগ পত্র জমা দেয়া হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক আবু নাসের হুসাইন ও বর্তমান সহ-সভাপতি আজিজুর রহমান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগকৃতরা হলেন, প্রেসক্লাবের তিন সহ-সভাপতি দৈনিক যায়যায় দিনের হুসাইন বুলবুল, সংবাদের মো. আজিজুর রহমান, আজকালের খবরের মো. মনির মোল্যা, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও সমকালের সাইফুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক ও যুগান্তরের মো. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক-ক্রীড়া সম্পাদক ও আমার সংবাদের বিধান মন্ডল।

পদত্যাগকৃত প্রেসক্লাবের সাধারন সদস্যরা হলেন, দৈনিক খোলা কাগজের আবু নাসের হুসাইন, একুশের কণ্ঠের মজিবুর রহমান, কালের কণ্ঠের নুরুল ইসলাম, সকালের সময়ের মোহাম্মাদ সুমন ও দেশসেবা ডটকমের আবুল বাসার। পদত্যাগকারীরা অভিযোগ তুলে বলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিকতার সাথে জরিত নয় এমন লোকদের জোর পূর্বক সদস্য করেছে ভোটের জন্য। এছাড়াও সাংবাদিকতা পেশাকে পুঁজি করে অপসাংবাদিকতা করছে। কিছু সদস্য রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

সভাপতি নিজেও সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি। তিনি প্রেসক্লাবের অর্থ কয়েক বার আত্মসাৎ করেছেন। যে কারণে এর আগে তাকে বহিস্কারও করা হয়েছিল। অপেশাদার নামধারী সাংবাদিকদের দিয়ে তিনি সব সময় পেশাদার সাংবাদিকদের চাপে রাখেন। তাদের চাপে আমাদের মত মূল ধারা সাংবাদিকেরা সংবাদের জন্য কাজ করতে পারছি না। সালথা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. শরিফুল হাসান বলেন, আমার কাছে এক সাথে ১১ জন সাংবাদিক পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

আমি তাদের পদত্যাগ পত্র জমা নিয়েছি। বিষয়টি আমি সভাপতি-সম্পাদককে অবগত করেছি। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যা বলেন, পদ ত্যাগের বিষয়টি আমি জেনেছি। এটা সবার গনতান্ত্রিক অধিকার। যারা পদত্যাগ করেছে, তাদের বিষয় পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com