মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
মো: সামাদ খান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল মাতুব্বর (৩০) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। নাজমুল মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ঐ ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
এর আগে একই ইউনিয়নের পূর্ব চান্দাখোলা গ্রামের নুর উদ্দিন মোল্যার পুত্র মোঃ ইবাদত মোল্যা বাদী হয়ে ১ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখের ঘটনা উল্লেখ করে নাজমুলসহ আরো ৪ জনের নামে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করে।
পরবর্তীতে উক্ত অভিযোগটি আমলে নিয়ে এফআইআর হিসাবে গন্য করে। যাহা সালথা থানার মামলা নং ০৯, তারিখ- ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, জি.আর ৩৪/২৪ সালথা। অন্যান্য আসামীরা হলো বাতাগ্রামস্থ হিরু মাতুব্বরের ছেলে পিকুল মাতুব্বর (৪৫), পিকুল মাতুব্বরের ছেলে রাকিবুল মাতুব্বর(২২), সজিব মাতুব্বর (২০) ও হোড়েরকান্দি গ্রামস্থ লোকমান ফকিরের ছেলে মোঃ জাহাঙ্গীর ফকির (৩৫)।
অভিযোগে বলা হয় বাদী ইবাদত মোল্যা গত দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার সমর্থক ছিল আর নাজমুল স্বতন্ত্র প্রার্থীর ঈগলের। এরই ধারাবাহিকতায় ও পূর্ব শত্রুতার জের ধরে নাজমুল মাতুব্বর ও অন্যান্য আসামীরা ঘটনার দিন ও সময়ে ইবাদত মোল্যার বড় ভাই মাসুদ মোল্যা কাগদী বাজারে যাওয়ার সময় মারধর করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, সালথার কাগদী এলাকার একটি মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামি নাজমুল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।