বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

সালথায় গৃহবধূর মৃত্যু॥ পরিবারের অভিযোগ হত্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি,ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ফরিদপুরের সালথায় এক সন্তানের জননী সুমাইয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর বাবার অভিযোগ তার মেয়েকে হত্যা করা হয়েছে। মৃত ওই গৃহবধূ পশ্চিম নটখোলা গ্রামের মোস্তাফা খালাসির মেয়ে এবং একই গ্রামের নটখোলা মীরের পাড়া এলাকার রোকন শেখ এর ছেলে ইমরান শেখ এর স্ত্রী।

রোববার (২৮ আগস্ট) সকাল ১১ টার দিকে অসুস্থ হলে ময়েনদিয়া বাজারে ডাক্তার এর কাছে নিয়ে যায়। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেন এবং বলেন ফরিদপুর ভালো হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। সেখান থেকে হাসপাতালে না নিয়ে তাকে নিয়ে বাড়ি যাবার পথে মারা যায়।

গৃহবধূ সুমাইয়ার বাবা মোস্তাফা খালাসি বলেন, চার বছর আগে একই গ্রামের মীরের পাড়া এলাকা রোকন শেখ ছেলে ইমরানের সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়েকে মাঝে মধ্যে মারধর করতো। সুমাইয়া আমার বাড়িতে চলে আসতো সান্তনা দিয়ে, কমবেশি টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিতাম স্বামীর বাড়ি। ঘটনার বেশ কিছু দিন আগে থেকে ৫০ হাজার টাকার জন্য চাপ সৃষ্টি করছিলো জামাই।

এদিকে অভিযুক্ত ইমরান পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে ইমরানের বাবা রোকন শেখ বলেন, আমার ছেলে এবং বউর মধ্যে কোন মনমালিন্য ছিলো না। যৌতুকের জন্য চাপ দেয়নি আমার ছেলে। সকাল বেলা হঠাৎ অসুস্থ হলে তাকে ডাক্তার এর কাছে নিয়ে চিকিৎসা করি। ডাক্তার খানা থেকে আনার পথে সে মারা যায়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com