শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি।।
ডেঙ্গুর প্রভাব পড়ার আগেই ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইন দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন এর হাতে উক্ত স্যালাইন তুলে দেন।
এ সময় হাসপাতালে অন্যান্য চিকিৎসক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
স্যালাইন বিতরণকালে ওয়াদুদ মাতুব্বর বলেন, ডেঙ্গুর প্রভাব পড়ার আগেই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্যালাইন দেওয়া শুরু করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে আরো স্যালাইন দেওয়া হবে।
তিনি আরো বলেন, গত বছর এমপি মহোদয় এক হাজার ব্যাগ আইভি স্যালাইন ও ডেঙ্গু কিট বিতরণ করেছিলেন। এবারও চেষ্টা করা হবে পর্যাপ্ত স্যালাইন দেওয়ার জন্য।
মজিবুর রহমান সালথা ফরিদপুর থেকে।