মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

সালথায় শীতার্তদের মাঝে ইউপি চেয়ারম্যান বাবু মোল্লার কম্বল বিতরণ

মজিবুর রহমান, সালথা ( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্লা শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসাব কম্বল বিতরণ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউনিয়ন পরিষদ চত্তরে এ কম্বল বিতরণ করেন। এসময় ৩৬০ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব জনি অধিকারী, সাংবাদিক আজিজুর রহমান ( আজিজ), মজিবুর রহমান, শরিফুল হাসান, গ্রাম পুলিশের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লা বলেন, প্রচন্ড শীত বইছে দেশে, এই শীতের কথা চিন্তা করে যারা শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে,তাদের বাছাই করে তালিকা তৈরি করে কম্বল বিতরণ করছি।

অন্যন্য বছরের তুলনায় এবারের কম্বল অনেক ভালো,মানসম্মত। আশা করি আমার ইউনিয়নের সকল শীতার্ত অসহায় মানুষ এই কম্বল পেয়ে উপকৃত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com