মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ৪৫তম মেলা ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলা উদ্বোধন করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ১২টি স্টল রয়েছে। সপ্তাহব্যাপী চলবে এ মেলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) সাহাদাৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিরাজ আলী প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।