সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

সালথায় দূগ্রুপের সংঘর্ষ, ভাংচুর, লুটপাট ও আহত ২০

মজিবুর রহমান, সালথা ( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে দূ-গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫,থেকে ২০ জন আহত হয়েছে, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আহতরা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। সালথা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, খৈলশপট্টি গ্রামের হাজী বাড়ির বাৎসরিক মেলাকে কেন্দ্র করে , উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন ও একই গ্রামের ইউপি সদস্য কবির হোসেন এর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালীন সময়ে উভয় পক্ষের ১৫,২০, জন আহত হয়। আহতদের মধ্যে, সিরাজ মোল্লা, সুমন, বক্কার মেম্বার, শাহ আলম, ফায়জুর, মাসুদ গোলদার, জালাল সিকদার, বিশু সহ অনেকে।

ফারুক হোসেন বলেন, সকালে আমার দলীয় লোকজন মাঠে কাজ করতে যাচ্ছিল, তাদের পথ গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে কবির মেম্বারের লোকজন এসময় বক্কার মেম্বার কে কুপিয়ে গুরুতর আহত করে।

আমার দলীয় লোকজনের প্রায় পাঁচটি বাড়িঘর ও দোকানপাট ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায় তারা

ইউপি সদস্য কবির হোসেন বলেন, খৈলশপট্টি হাজীরবাড়ি মেলা আজ ১৩৬ বছরের ঐতিহ্য, এটা ভুন্ডল করতে অপচেষ্টা চালায় ফারুক হোসেন ও তার লোকজন।

মেলার মধ্যে ঢাল সরকি নিয়ে ডুকে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে প্রশাসনের লোকজন এসে মেলা বন্ধ করে দেন। রবিবার সকালে আমার দুই ভাই পেঁয়াজ ক্ষেতে কাজ করতে গেলে বক্কার মেম্বারসহ কয়েক জন লোককে আটক করে মারধর করে। তারা গুরুতর আহত হয় পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত তারা মেলার নেতৃত্ব দিতে না পারায় এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com