মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

সালথায় জাগ্রত যুবসংঙ্গের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মজিবুর রহমান, সালথা ( ফরিদপুর) প্রতিনিধি : “চলবো আমরা এক সাথে, জয় করবো মানবতাকে” আসুন মানবতার কল্যানে এগিয়ে আসি” এই স্লোগান কে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা বাজারে জাগ্রত যুব সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার ( ১৯ জানুয়ারী) সন্ধ্যায় কুমারকান্দা বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

জাগ্রত যুব সংগঠনের প্রতিষ্ঠিতা সভাপতি ইজ্ঞিনিয়ার মোঃ ইয়াসিন হোসেন আরমানের নিজস্ব অর্থায়নে ২ শত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, তরুন উদীয়মান নেতা যুবসমাজের আইকন মোঃ কাইয়ুম মোল্লা, মোঃ কামরুল ইসলাম, যদুনন্দী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি চুন্নু মোল্লাসহ সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।

কম্বল বিতরণ কালে ইজ্ঞিনিয়ার মোঃ ইয়াসিন আরমান বলেন, আমাদের এই সংগঠনের মূখ্য উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যানে কাজ করা।

দেশে এখন প্রচন্ড শীত বইছে আমাদের এই সংগঠনের পক্ষে সাধ্যমতো শীতার্তদের মাঝে কিছু কম্বল বিতরণ করছি। আমরা ভবিষ্যতেও আমাদের এই সংগঠন নিয়ে মানবতার কল্যানেই কাজ করে যাবো। আসুন আমরা সকলে মিলে মানবতার কল্যানে কাজ করি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com