বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

সালথায় কাজী আব্দুস সোবহানের ঈদ উপহার বিতরণ

মজিবুর রহমান, সালথা ( ফরিদপুর) প্রতিনিধি ।।

ফরিদপুরের সালথায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ১ হাজার হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি ও রিয়া- রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।

শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া বাজার সংলগ্ন খেলার মাঠে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবিলীগের সহ-সভাপতি কাজী আব্দুস সোবহান ও মিজানুর রহমান তালুকদার, সালথা উপজেলা মৎস্যজীবিলীগের আহব্বয়ক মো. মেজাবাউদ্দিন মিঠু, যুগ্ন আহব্বয়ক হৃদয় খান সুমন, ছাত্রলীগনেতা কাজী আনিচুর রহমান তানভীরসহ নেতাকর্মী বৃন্দ।

ঈদ উপহার বিতরণ কালে কাজী আব্দুস সোবহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশেই ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার ঈদ উপহার বিতরণ।

মানুষ মানুষের জন্য, তাই আমি আমার সামর্থ অনুযায়ী আজকে এই এলাকার হতদরিদ্র কিছু মানুষ কে ঈদ উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থেকে সেবা করে যাবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com