মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

সালথায় এক রাতে দুই গ্রামে ডাকাতি

মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় এক রাতে দুই গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ( ৫ ফ্রেরুয়ারী) রাতে পৃথক ভাবে দুটি গ্রামে এই ডাকাতি সংগঠিত হয়।

প্রথমে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে সাইফুর মোল্লার বিল্ডিং এ রাত ১২.৩০ টার দিকে বিল্ডিং এর পাশে থাকা গাছ বেয়ে ভিতরে ডুকে দরজা ভেঙে , উড়না দিয়ে হাত পা বেঁধে লেপের নিচে ডেকে রেখে ৭/৮ জনের সঙ্গ বদ্ধ ডাকাত দল ওয়ারড্রব ভেঙে ১০ ভরি স্বর্ন, নগদ একলক্ষ টাকা ও মোবাইল সেটসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পরে রাত ২.৩০ টার দিকে একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আতিকুর রহমান এর বাড়িতে ৫/৬ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভিতরে ডুকে প্রথমে আতিকুরের ছেলে সাইদুর কে ধরে এতে সাইদুর চিৎকার দিলে মারধর করে তাকে হাত-পা বেঁধে ফেলে পাশের রুমে আতিকুর কে আটকে রাখে ডাকাত দল।

আতিকুর রহমান এর ছেলে সাইদুর রহমান বলেন, আমাদের ঘরের কাপড়চোপড় সহ সব ধরনের মালামাল লুটে নেওয়ার পর, আমার বড় ভাইয়ের ছেলে বাচ্চা মানুষ আমাদের ঘরে ওর দাদুর কাছে থাকে, ওকে অস্ত্রের মুখে উঠিয়ে ওর মার ঘরের সামনে গিয়ে ওর মাকে ডাকতে বাধ্য করে।

ওর মা এতো রাতে ছেলের ডাক শুনে ঘরের দরজা খুলতেই ৪/৫ জন ঘরে ডুকে যায়। ওর মা চিৎকার দিতেই একজন অস্ত্র ঠেকিয়ে ধরে সারা ঘর তছনছ করে সব কিছু লুটে নেওয়ার অভিযোগ করেছে।

এতে প্রায় এক ঘন্টা তারা এই তান্ডব চালায়। ৬ টি মোবাইল সেট সোনার নেকলেস ও নগদ ৩৫ হাজার টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে পরের দিন সকালে সালথা থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে। পরে সকাল ১১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ তদন্ত ক্রাইম বিভাগ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্তি শৈলেন চাকমা দুটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, আমরা এই ডাকাতির ঘটনা নিয়ে অলরেডি কাজ শুরু করেছি। আশা করি দ্রুতই এই ডাকাত চক্র আইনের আওতায় আসবে। এখনও কোন লিখিত অভিযোগ থানায় দেয়নি কেউ, অভিযোগ হলে মামলা হবে। আমরা মামলা ভিত্তিতে আরো ব্যাপক ভাবে কাজ করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com