মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০১ অপরাহ্ন

সারা দেশের নেয় পঞ্চগড়েও আন্তর্জাতিক মে দিবস পালিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি ।।
সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ‘‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানে পঞ্চগড়ে মহান মে দিবস পালিত হয়েছে।

বুধবার (১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গিয়ে র‌্যালীটি শেষ হয়।

এ সময় বর্ণাঢ্য র‌্যালীতে বিভিন্ন সামাজিক ও সমাজতান্ত্রিক সংস্থা এবং অর্ধ শতাধিক শ্রমিক সংগঠনগুলো অংশগ্রহণ করেন।

বর্ণাঢ্য র‌্যালী শেেষ মে দিবস সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব‍ে পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস‍্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা সবচে’ গুরুত্বপূর্ণ। উন্নয়নের এ ধারাকে গতিশীল রাখতে উন্নত কর্ম পরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমজীবী মানুষের সুস্থ্যতা ও নিরাপত্তা একান্ত অপরিহার্য।

বর্তমান সরকার শ্রমজীবী মানুষের দক্ষতা বৃদ্ধিসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে ২০৪১ সালের মধ্যে আমরা পৌঁছে যেতে চাই স্মার্ট বাংলাদেশ এর অভীস্ট লক্ষ্যে।

আরও বক্তব‍্যে রাখেন জেলা প্রশাসক জহুরুল হক, মাননীয় মেয়র জাকিয়া খাতুন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com