বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

সামনে স্পেনে খেলার সুযোগ ৬ টেনিস খেলোয়াড়ের

স্পোর্টস রিপোর্টাস, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ ডায়মন্ড ওয়ার্ল্ড লি. এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকায় ও বিকেএসপিতে ‘জেডব্লিউটিএস- বাংলাদেশ ওপেন টেনিস প্রতিযোগিতা’ শুরু হয়েছে। সোমবার ২০ ফেব্রুয়ারি রমনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

উল্লেখ্য প্রতিযোগিতার প্রথম পর্বের খেলা ২০-২৬ ফেব্রুয়ারি ২০২৩ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় এবং দ্বিতীয় পর্বের খেলা ২৭ ফেব্রুয়ারি ২০২৩ হতে ৫ মার্চ ২০২৩ পর্যন্ত বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রথম পর্বের ফাইনাল ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্ভোধন ঘোষণা করেছেন। অনুষ্ঠানে প্রতিযোগিতা পরিচালক জনাব থমাস স্যুজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আবু সাঈদ মোহাম্মদ হায়দারসহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিরি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেডব্লিউটিএস বিশ্বের প্রথম অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ বছরের ওয়ার্ল্ড র‌্যাংকিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে জুনিয়র খেলোয়াড়রা বেশী বেশী ম্যাচ খেলার সুযোগ পায়। বিশেষ করে এককের পাশাপাশি দ্বৈত ও মিশ্রদ্বৈত ইভেন্ট সম্পৃক্ত থাকায় প্রতিযোগিতাটি শিশুদের মধ্যে বেশী গ্রহণযোগ্যতা পাচ্ছে। ঢাকায় ও বিকেএসপিতে অনুষ্ঠেয় দুটি প্রতিযোগিতায় একক, দ্বৈত ও মিশ্রদ্বৈতে প্রায় পাঁচ শতাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের অনকোর্ট ট্রেনিং এর সুযোগ থাকে।

উল্লেখ্য, এই প্রতিযোগিতা হতে প্রতিটি বয়স ক্যাটাগরি হতে একজন বালক ও একজন বালিকা খেলোয়াড়কে জেডব্লিউটিএস রিজিওনাল মাস্টার্স প্রতিযোগিতার জন্য ‘ওয়াইল্ডকার্ড’ প্রদান করা হবে এবং রিজিওনাল মাস্টার্স প্রতিযোগিতা হতে স্পেনের ‘ফেরার টেনিস একাডেমী’ তে অনুষ্ঠেয় জেডব্লিউটিএস ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণের জন্য ‘ওয়াইল্ডকার্ড’ প্রদান করা হবে।

ওয়ার্ল্ড ফাইনাল প্রতিযোগিতা হতে ছয়জন বালক-বালিকা খেলোয়াড়ের এর সঙ্গে টেনিস ইকুইপমেন্ট কন্ট্রাক্ট করা হবে, স্পেনের ‘ফেরার টেনিস একাডেমী’ তে দুই সপ্তাহের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং আইটিএফ জুনিয়র অনূর্ধ-১৮ বছর প্রতিযোগিতার জন্য ‘ওয়াইল্ডকার্ড’ এর ব্যবস্থা করা হবে। এবছর জার্মানী, ইতালী, বুলগেরিয়া, অস্ট্রিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মিশর, মরক্কো, তানজেনিয়া ও উজবেকিস্তানে জেডব্লিউটিএস এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com