বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি॥ ঠাকুরগায়ের নবাগত জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামন সেলিম রানীশংকৈল উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার মত বিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তৃতায় বলেন, কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। উপজেলার কোন দপ্তর বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভুমি অফিসের কেউ যদি কাউকে অযথা হয়রানী করে তাহলে তাৎক্ষনিক আমাকে জানাবেন আমি দ্রুত ব্যবস্থা নিবো। এছাড়া নিরাপদে মহাসড়কে চলাচল ঠিক রাখতে নসিমন করিমন গাড়ী সড়কে চলতে দেওয়া হবে না। ব্যাটারী চালিত অটো চার্জার ভ্যানে পাওয়ারী এলইডি লাইট ব্যবহার বন্ধ করার জন্য ভাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকটকৃত ডাক্তার উত্তরণে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি আরো বলেন, সামনে একাদশ সংসদ নির্বাচন। সব ধরনের প্রস্তুতি নিতে হবে। কেউ যেন আইনশৃঙ্গলা বিঘ্নতা ঘটাতে না পারে সেদিকে সকলকে নজর রাখতে হবে। সবাইকে তিনি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক অধ্যক্ষ তাজুল ইসলাম ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রেস ক্লাব সাবেক সম্পাদক মোঃ বিপ্লব ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল মুক্তিযোদ্বা হবিবর রহমান প্রমুখ।