বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সাভার (ঢাকা) প্রতিনিধি:: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় দীপ্ত টিভির ভিডিও এডিটর কামরুজ্জামান রতন নিহত হয়েছেন।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার তালবাগ থেকে অফিসে যাওয়ার পথে সাভারের ব্যাংক টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান রতন সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
রতনের সহকর্মী দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, কামরুজ্জামান আমাদের হেড অফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন, তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন তিনি। সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংক টাউন এলাকায় একটি ট্রাক তার বাইককে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামান ভাই ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন।
সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি কামরুজ্জামান নামে এক সাংবাদিক মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। ওই সময় সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মরদেহ থানায় নেয়া হয়েছে।