মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

সাভারে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উপ-পরিচালক কর্তৃক ঢাকা জেলার গ্রাম আদালতের কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন৷ পাশাপাশি পরিবিক্ষণ তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করেন কর্মকর্তারা৷

বৃহস্পতিবার(৮ মে) বেলা সাড়ে ১১ টায় ঢাকা জেলার সাভার উপজেলার সাভার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কার্যক্রম পরিদর্শন করেন

পরিদর্শনকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ঢাকার উপ-পরিচালক এটিএম ফরহাদ চৌধুরী।

এসময় তিনি বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প অফিস পরিদর্শন হালনাগাদ তথ্য সংগ্রহ ও ঢাকা জেলার চলমান কার্যক্রম সরজমিনে পরিবীক্ষণ ও পর্যালোচনা করেন

পরিদর্শনকালে সাভার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন, ইউপি মেম্বারগণ, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউএনডিপি প্রতিনিধি শরিফা পারভিন, ঢাকা জেলার ব্যবস্থাপক নাজমুল হাসানসহ সাভার উপজেলায় দায়িত্বরত কো-অরডিনেটরগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন।

এসময় উপ-পরিচালক আশাবাদ ব্যক্ত করেন প্রকল্প শেষ হওয়ার পরেও গ্রাম আদালতের কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেই বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।

সাভার ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আগামী ইউপি বাজেটে গ্রাম আদালতের জন্য অর্থ বরাদ্দ রাখবেন এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করার দৃঢ় অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com