বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে খালিয়াজুরীতে মানববন্ধন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে খালিয়াজুরীতে মানববন্ধন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে খালিয়াজুরীতে মানববন্ধন

মাঈন উদ্দিন (মুন্না খান) খালিয়াজুরী প্রতিনিধি: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার খালিয়াজুরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৮ আগস্ট সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নি:শর্ত মুক্তির দাবিতে খালিয়াজুরী উপজেলার প্রধান সড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন উপজেলা বিএনপিসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক আব্দুর রউফ (স্বাধীন) বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই ভাটি বাংলার সিংহ পুরুষ, দীর্ঘ ১৭ বছর যাবত কারাবন্ধী ।

এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বাবর ভাই, আমাদের ভাটি বাংলার প্রিয় নেতা, এভাবে জেলখানায় কারাবন্দি হয়ে থাকবে , তা কখনো মেনে নেওয়া যায় না, তাই বর্তমান অর্ন্তবতীকালীন সরকারের কাছে দাবি যে, লুৎফুজ্জামান বাবর ভাইয়ের নিঃশর্ত মুক্তির আবেদন জানাচ্ছি, শুধু তাই নয়, সাথে কারাবন্ধী  বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান (কেষ্ট), উপজেলার জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক (ছোটন) , উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মাজারুল ইসলাম (পলিন) , ২ নং চাকুয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আমিরুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com