বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
মাঈন উদ্দিন (মুন্না খান) খালিয়াজুরী প্রতিনিধি: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার খালিয়াজুরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ আগস্ট সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নি:শর্ত মুক্তির দাবিতে খালিয়াজুরী উপজেলার প্রধান সড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন উপজেলা বিএনপিসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক আব্দুর রউফ (স্বাধীন) বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই ভাটি বাংলার সিংহ পুরুষ, দীর্ঘ ১৭ বছর যাবত কারাবন্ধী ।
এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বাবর ভাই, আমাদের ভাটি বাংলার প্রিয় নেতা, এভাবে জেলখানায় কারাবন্দি হয়ে থাকবে , তা কখনো মেনে নেওয়া যায় না, তাই বর্তমান অর্ন্তবতীকালীন সরকারের কাছে দাবি যে, লুৎফুজ্জামান বাবর ভাইয়ের নিঃশর্ত মুক্তির আবেদন জানাচ্ছি, শুধু তাই নয়, সাথে কারাবন্ধী বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান (কেষ্ট), উপজেলার জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক (ছোটন) , উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মাজারুল ইসলাম (পলিন) , ২ নং চাকুয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আমিরুল ইসলাম প্রমূখ।