বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
ঈশ্বরদী ॥ পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ভুমিমন্ত্রী ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দীর্ঘদিন দুরারোগ্য ব্যধিতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে গত বছর ২ রা এপ্রিল তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা শহরের বাড়ীর নিকটস্থ মাঠে ও গ্রামের বাড়ী লক্ষীকুন্ডাস্থ আম বাগানে পৃথক পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্য দেন, আওয়ামীলীগ কেন্দ্রিয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও সাবেক মন্ত্রীর ছেলে শাকিবুর রহমান শরীফ কনক ও অপর ছেলে আওয়ামীলীগ নেতা গালিবুর রহমান শরীফ।
তারা পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে উপস্থিত সকলের নিকট মরহুম পিতার মাগফিরাত কামনা এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, পাবনা পৌর মেয়র শরীফ প্রধান ও আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী, আত্মিয় স্বজন ও শুভাকাঙ্খিরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।