সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

সাবেক এমপি মমতাজ ৪ দিনের রিমান্ডে

সাবেক এমপি মমতাজ ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর মিরপুরে হকার মো. সাগর হত্যা মামলায় গ্রেপ্তার মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগমের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

এদিন মমতাজকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে সোমবার রাতে রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই গোল চত্ত্বরে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকেল ৪ টায় তিনি সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদি হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে। এ মামলার ৪৯ নং এজাহারনামীয় আসামি মমতাজ বেগম।

২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হন মমতাজ। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে নৌকার মনোনয়ন পান। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com