শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

সাফ নারী ফুটবল শুরু কাল কাঠমান্ডুতে

আজ সোমবার কাঠমান্ডুতে ট্রফির সঙ্গে সাত অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বর্তমানে নেপালে অবস্থান করছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ৭ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচের আগে আজ সোমবার ম্যাচ ভেন্যু পরিদর্শনে গিয়েছিল বাংলাদেশ দল।

আজ সোমবার (৫সেপ্টেম্বর) নিজেদের অনুশীলন করেন সাবিনা-আঁখি খাতুনরা। দক্ষিণ এশিয়ার সাত দেশের ফুটবলার ও কর্মকর্তারা তৈরি। প্রস্তুত আয়োজক নেপালও। আজ বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে সাফ ওমেন্স চ্যাম্পিয়শিপের খেলা। সোমবার কাঠমান্ডুর হোটেল সল্টিতে অনুষ্ঠিত সাত দলের এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘এখনকার বাংলাদেশের ফুটবলের চিত্র যদি আমরাা দেখি, তাহলে অবশ্যই এটি বলতে হয়, ২০১৬ সালের সেই চেহারা এখন আর নেই। ভিন্ন একটি দলকে দেখা যাবে এবার।’ বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আশা করি এই টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মেয়েরা খেলবে। দলের টেকনিক্যাল ও ফিটনেস লেভেল বেশ ভাল। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যাওয়া। আমরা ফাইনালে পৌঁছাতে চাই।’ মেয়েদের সাফে আগের পাঁচ আসরের সবটিতেই শিরোপা জিতেছে ভারত। এবারও তাদের লক্ষ্য অভিন্ন। ভারত অধিনায়ক আশালতা দেবী বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসছি। এবারো আমরা প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত এবং শিরোপা ধরে রাখতে চাই।’

২০১৫ সালে মালদ্বীপের ঘরোয়া লীগে পুলিশ দলে সাবিনার সতীর্থ ছিলেন মালদ্বীপ জাতীয় দলের বর্তমান অধিনায়ক আয়মিথ লিজা। টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য নিয়ে এই গোলকিপারের কথা, ‘আমাদের দলটি নবীন ও অভিজ্ঞদের নিয়ে গঠিত। দলের ক’জন খেলোয়াড় আছে, যাদের এ ধরনের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা নেই। তবে আমরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করব।’ প্রায় আট বছর পর ফের আন্তর্জাতিক আসরে খেলতে এসেছেন পাকিস্তানের অধিনায়ক মারিয়া খান। তিনি বলেন, ‘দেড় মাস ধরে আমরা এই টুর্নামেন্টের জন্য অনুশীলন করেছি। আশাকরি দক্ষিণ এশিয়ার এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আমরা ভাল করব। দলে সাত প্রবাসী ফুটবলার রয়েছে, তারাই হতে পারে আমাদের তুরুপের তাস।’

৭ সপ্তাহের অনুশীলনে শিরোপার জন্য ময়দানী যুদ্ধে নামতে প্রস্তুত স্বাগতিক নেপাল। অধিনায়ক আঞ্জিল থুম্বাপুরের কথায়, ‘নিজেদের সেরাটা দিয়েই আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। নেপালি ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো আমার সাফ চ্যাম্পিয়ন শিরোপা জয় করতে চাই। আমি মনে করি আমাদের দলে যে ২৩ খেলোয়াড় রয়েছে, তারা সবাই দলের অধিনায়ক।’ ভুটানের অধিনায়ক পেনা চোদেন বলেন, ‘শিরোপা জিততেই আমরা এখানে এসেছি।’ সক্ষমতা কম থাকলেও একই সুর শ্রীলঙ্কার অধিনায়ক পূর্ণিমার মুখেও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com