শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

সাফ অনুর্ধ-১৭ চ্যাম্পিয়নশিপ ॥ বাংলাদেশের প্রতিপক্ষ প্রথম ম্যাচে কাল স্বাগতিক শ্রীলঙ্কার

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ সোমবার শ্রীলঙ্কায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনই মাঠে নামছে বাংলার কিশোররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ব্যবস্থাপনায় মঙ্গলবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরের রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সাফের অন্তর্ভুক্ত ৬টি দেশের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ‘সাফ অনুর্ধ-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২২’।

কিছুদিন আগে ভারতের ভুবনেশ্বরে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে। বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ ভালো করে- এটাই এখন অনূর্ধ্ব-১৭ দলের অনুপ্রেরণা। এই আসরে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল দল এখন শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত তাজ সমুদ্র হোটেলে অবস্থান করছে। এই টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার ম্যানেজার কো-অর্ডিনেশন মিটিং ও পরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এছাড়াও গতকাল বাংলাদেশ দল সকালে ও বিকেলে দুই দফায় অনুশীলন করে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ পল স্মলি জানান, ‘তারা এই আসরে এগোতে চান ধাপে ধাপে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা প্রতিপক্ষ। স্বাগতিক বলে তারা দর্শকদের সমর্থন পাবে। তবে আমরা চাপমুক্ত ও আক্রমণাত্মক ফুটবল খেলব এবং খেলব পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই। আমার দলের ছেলেরা সবাই সুস্থ ও ফিট আছে।’

বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি এই দলটি নিয়ে শ্রীলঙ্কা গেছেন। কিশোরদের এই টুর্নামেন্ট থেকে বাফুফেও ভালো একটা ফলাফল আশা করছে। এ-গ্রুপে বাংলাদেশের বিপক্ষে খেলবে মালদ্বীপ ও শ্রীলঙ্কা। বি-গ্রুপে ভারতের সঙ্গী নেপাল ও ভুটান। দুই গ্রুপের সেরা দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল হবে ১২ সেপ্টেম্বর। আর ফাইনাল ১৪ সেপ্টেম্বর।

তবে যে কোন টুর্নামেন্টে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। একটা ভালো শুরু করতে পারলে দল চাঙ্গা হতে পারে। যে কারণে, শ্রীলঙ্কাকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় পল স্মলির শিষ্যরা। কোচ পল স্মলিও প্রত্যাশা করছেন, তারা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারবেন। তবে স্বাগতিক দলে শ্রীলঙ্কাকে শক্ত প্রতিপক্ষই ভাবছেন তিনি। অধিনায়ক ইমরান খানও বলেছেন, তারা জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করতে চান।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ৭ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে।

বাংলাদেশ স্কোয়াড ॥
গোলরক্ষক : আসিফ, সোহানুর রহমান ও ইসমাইল হোসেন মাহিন; ডিফেন্ডার : পারভেজ আহমেদ, ইমরান খান, আশিকুর রহমান, সিয়াম অমিত, মোহাম্মদ রাতুল ও সিরাজুল ইসলাম রানা; মিডফিল্ডার : চন্দন রায়, নাজমুল হুদা, স্বপন হোসেন, সজল ত্রিপুরা, সাইফুল ইসলাম, ইফতিয়ার হোসেন, সামুয়েল রাক্সাম ও মিঠু চৌধুরী; ফরোয়ার্ড : রুবেল শেখ, মুর্শেদ আলী, মিরাজুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোলতাজিম আলম হিমেল ও সুমন সোরেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com