শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

সাফজয়ী মেয়েদের ডলার-টাকা চুরি!

স্পোর্টস ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: সাফ জিতে দেশে ফিরে রাজসিক সংবর্ধনা পেয়েছেন সাবিনা-সানজিদারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত ছাদখোলা বাসে করে এসেছেন। পথে পথে সর্বস্তরের মানুষের অভিনন্দনের বৃষ্টিতে ভিজেছেন সবাই। তবে রাতে ভবনে ফিরে জানতে পেরেছেন, আনন্দের মাঝে দুঃখজনক ঘটনাও ঘটে গেছে। বিমানবন্দর থেকে ডলার ও টাকা চুরি হয়েছে ফুটবলারদের।

বুধবার দেশে ফিরেছে সাফজয়ী বাংলার মেয়েরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর চুরি হয়েছে তাদের ব্যাগ। যেখানে শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার এবং কৃষ্ণা রানী সরকারের ৪০০ ডলার ও ৫০ হাজার টাকা চুরি গেছে। এছাড়া মার্জিয়ার কিছু নেপালি রুপি ও অন্যদের সাবান চুরি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরে একটি লম্বা ব্যাগে ট্রলির মধ্যে ছিল সবকিছু। সেখান থেকে এমন ঘটনা হয়েছে। রাতে বাফুফে ভবনে ফেরার পর বুঝতে পেরেছেন চুরির ঘটনা। এতে শামসুন্নাহার-কৃষ্ণাসহ অন্যদের মন বেশ খারাপ।

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘রাতে ওদের ডলার ও অর্থ চুরির বিষয়টি জানা গেছে। এটা বেশ দুঃখজনক ঘটনা।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com