বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

সাদা কাজলের ৫ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক::

চোখ ও ভ্রুর সৌন্দর্য বাড়াতে সাদা কাজল বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। জেনে নিন এর ৫ ব্যবহার।

১। আইশ্যাডোর বেইজ হিসেবে চমৎকার কাজ করে সাদা কাজল। আঙুলের ডগায় সাদা কাজল নিয়ে ধীরে ধীরে ঘষে বসিয়ে নিন চোখের উপর। তারপর ব্যবহার করুন আইশ্যাডো, কাজল কিংবা আইলাইনার। দীর্ঘক্ষণ থাকবে চোখের মেকআপ।
২। চোখের নিচের অংশে কোণার দিকে সাদা কাজল লাগান। বড় ও উজ্জ্বল দেখাবে চোখ।
৩। চোখের পাতার দাগ দূর করতে সাদা কাজল বুলিয়ে তারপর কনসিলার ব্যবহার করুন।
৪। ভ্রুর সৌন্দর্য বাড়াতে ব্যবহার করতে পারেন সাদা কাজল। আইব্রো পেনসিল দিয়ে ভ্রু এঁকে নিন। কোণায় সামান্য সাদা কাজল লাগিয়ে আঙুল দিয়ে ঘষে নিন।
৫। চোখের ভেতরের অংশে সাদা কাজল টেনে বাইরে দিয়ে বাড়িয়ে দিন। নতুনত্ব আসবে চোখের সাজে।

তথ্য : বোল্ডস্কাই

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com