বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন

সাদপন্থী মুফতি মুয়াজ তিন দিনের রিমান্ডে

সাদপন্থী মুফতি মুয়াজ তিন দিনের রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষে তিন মুসল্লি নিহতের ঘটনায় গ্রেফতার মাওলানা সাদ অনুসারী নেতা মুফতি মুয়াজ বিন নূরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুন রিমান্ড শুনানির পর এ আদেশ দেন।

মহানগর আদালতের পরিদর্শক মো: আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ মুফতি মুয়াজ বিন নূরকে ঢাকার খিলক্ষেতের বাসা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে শুক্রবার তাকে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। বিচারক রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে নূরকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আদালতের এজলাসে নেয়।

গত মঙ্গলবার দিবাগত রাতে ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের অনুসারীদের সাথে মাওলানা সাদ অনুসারীদের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা সাদ কান্ধলভি অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েক শ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন।

ওই দিনের সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে মহানগর পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ইজতেমা ময়দান বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com