রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

সাতচুয়া কামারচট্ট সরঃপ্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সর্ম্পন্ন

বগুড়া প্রতিনিধি:: গতকাল রবিবার বগুড়ার গাবতলী রামেশ্বরপুরের ২৩নং সাতচুয়া কামারচট্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘এসএমসি’ কমিটি গঠনের লক্ষে অভিভাবক সদস্য পদে নির্বাচন সর্ম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেলাল হোসেন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে মাহবুবুর রহমান (ছাতা মার্কা) ১৮৬ভোট, জালাল উদ্দীন (টেবিল মার্কা) ১৭৬ভোট, মোছাঃ জোসনা বেগম (কলস মার্কা) ২৩৪ভোট ও মোছাঃ সম্পা বেগম (আম মার্কা) ২০২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোট চলাকালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম ও আশরাফ আলী, এসআই মাহমুদ, এএসআই আলতাফ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোতারফ হোসেন টুটুল, সহকারী শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, আনসার ও ভিডিপি এবং গ্রামপুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com