রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি:: সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজিব।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভারতের শিলিগুড়ি এলাকার অসিম কুমার বিশ্বাস এবং কারিমপুর এলাকার ছাবি বিশ্বাস। আহত প্রাইভেটকার চালক রফিকুল ইসলাম সজিবের বাড়ি খুলনার ফুলবাড়ি এলাকায়।

স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি দুইজন যাত্রী (ভারতীয় নাগরিক) নিয়ে খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সাতক্ষীরার তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টার সামনে পৌঁছালে বিপরীতগামী (খুলনাগামী) একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই ভারতীয় নাগরিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, মারা যাওয়া দুইজনকে মর্গে পাঠানো হয়েছে এবং আহত চালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com