বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। অগ্নিদগ্ধরা হলেন- দেলোয়ার হোসেন (৫৬), হেলাল উদ্দিন (৩৫), খালেদা আখতার (৪০) ও তার ছেলে শাহনেওয়াজ (২৬)।

শীলব্রত বড়ুয়া বলেন, রাতে সাতকানিয়া থানার চরপাড়া নামক স্থানে দেলোয়ার হোসেনের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন অগ্নিদগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকে চমেক হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৩৬ নং ওয়ার্ডে ভর্তি করিয়ে দেন।

চিকিৎসকদের বরাতে দিয়ে শীলব্রত বড়ুয়া জানান, চারজনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তবে কী কারণে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে তা জানাতে পারেননি শীলব্রত বড়ুয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com