মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলতে পারবেন না । তা নিশ্চিত হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। আর পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে।
যতদুর জানা গেছে, প্রথম টেস্ট না খেললেও দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসই এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘সাকিবের সাথে সেরকমই কথা আছে, দ্বিতীয় টেস্টের আগে ওর আসার কথা। ২-১ দিনের মধ্যে তার সাথে কথা বলব, বোঝা যাবে কবে আসবে।’
জালালের কথাতে স্পষ্ট, সাকিব দ্বিতীয় টেস্ট খেলবেন। এখন শুধু কবে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন, সেই দিনক্ষন ঠিক হওয়া বাকি আছে। তা দ্রুতই ঠিক হয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে শেষ হওয়ার পরই পরিবারের সদস্যরা যে অসুস্থ, তা জানতে পারেন সাকিব। পরিবারের ৫ সদস্য হাসপাতালে চিকিৎসাধীনও থাকেন।
এরপর দ্বিতীয় ওয়ানডেও খেলেন সাকিব। যেহেতু তৃতীয় ওয়ানডে জিতলে সিরিজ জেতার সুযোগ ছিল, তাই সাকিব ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে আসার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ ঠিকই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ে। ইতিহাস গড়ে দেশে ফিরে আসেন সাকিব। এখন দেশেই আছেন। পাঁচদিন পুরো খেলা হলে প্রথম টেস্ট শেষ হবে ৪ এপ্রিল। প্রথম টেস্ট শেষ হতেই সাকিব হয়ত দক্ষিণ আফ্রিকায় দলের সাথে যোগ দেবেন। দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব।