বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

সাংবাদিক সাব্বির আহমেদকে রড দিয়ে পেটানোর অভিযোগ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : দৈনিক সময়ের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদেকে রড, লাঠিসোটা দিয়ে হামলা করেছে সরকারি তিতুমীর কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা, এমন অভিযোগ করেছেন সাংবাদিক সাব্বির আহমেদ। এ ঘটনায় ওই সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল থেকে অফিসে যাওয়ার পথে তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলের সামনের প্রধান সড়কে একদল মুখোশধারী সাব্বির আহমেদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে বেধরক পেটানো হয়। এতে তার পিঠ, ঘাড়, হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্বক জখম হয়।

আহত সাব্বির আহমেদ বলেন, যারা হামলা করেছে তারা সবাই ছাত্রলীগের কর্মী। আমি যেন তাদের চিনতে না পারি এই জন্যই তারা মুখোশ পরা অবস্থায় হামলা চালায়। হামলাকারীরা তাকে জানে মেরে ফেলা হবে বলে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।

ঘটনার বিষয়ে তিনি বলেন, আমার ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে ক্যাম্পাসে যাই। সেখানে ছাত্রলীগের নেতা এস এম ইমরুল রূদ্র এসে আমার সাথে সাক্ষাৎ করে। ইফতার শেষে রূদ্র আক্কাসুর রহমান আঁখি হলের নেতাকর্মীদের নিয়ে আমার ওপর অতর্কিত হামলা করে।

তিনি আর‌ও বলেন, তারা রড ও লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। এসময় আমার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

সাব্বির আহমেদ বলেন, কলেজ প্রশাসনকে পরিচালনা করছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল। ক্যাম্পাসে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও কলেজ প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না।

হামলার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে অবগত করা হলে তারা বলেন, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

ছাত্রলীগের তিতুমীর কলেজ সভাপতি রিপন মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কে বা কারা হামলা করেছে সেই সম্পর্কে তিনি জানেন না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com