বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি:: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন পালিত হয়েছে।
রোববার দুপুর ৩টায় ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের আয়োজনে ঠাকুরগাঁও চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রহমান লাবুর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, ঠাকুরগাঁও রোড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল করিম, সহ-সভাপতি মজিবর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, রুহিয়া প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, লিটন প্রমূখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও ডেইলী সান পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নুরে আলম শাহ, প্রচার সম্পাদক ও চ্যানেল এস এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম সোহাগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ঘণ্ট্যাব্যাপী মানবন্ধনের বক্তব্য শেষে অধ্যাপক আব্দুর রহমান লাবু সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচী সমাপ্তি ঘোষণা করেন।