বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: একাত্তর টেলিভিশনের জামালপুর জেলার বক্শীগঞ্জ সংবাদদাতা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে শ্রীনগর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টায় শ্রীনগর প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
শ্রীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসেন এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রয়েল, যুগ্ন-সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের শ্রীনগর উপজেলা সংবাদদাতা শাহ আলম ইসলাম নিতুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেসক্লাবে সহ সভাপতি শাহজাহান খান, সাবেক সাধারন সম্পাদক অধীর রাজবংশী, সাংবাদিক উজ্জল দত্ত, আরিফুল ইসলাম শ্যামল, অমিত খান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রনি, শিবু সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।