রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

সাংবাদিকের ঘরবাড়ি গাড়ী ভাংচুর লুটপাট করেছে সন্ত্রাসী বাবু বাহিনী

সাংবাদিকের ঘরবাড়ি গাড়ী ভাংচুর লুটপাট করেছে সন্ত্রাসী বাবু বাহিনী সাংবাদিকের ঘরবাড়ি গাড়ী ভাংচুর লুটপাট করেছে সন্ত্রাসী বাবু বাহিনী

ফরিদপুর প্রতিনিধি॥ সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে পুলিশহীন মাঠে সন্ত্রাসী বাবু বাহিনী ফরিদপুর মধুখালী উপজেলার একুশের কণ্ঠের সাংবাদিকের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ৫ আগস্ট উপজেলার মধুপুর গ্রামের একুশের কণ্ঠের জেলা প্রতিনিধি মো: সামাদ খানের বসতবাড়িতে পূর্ব শত্রুতার জেরধরে বাবু বাহিনীর লোকজন ঘরবাড়ি, গাড়ি ব্যাপক ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, সিসি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। হামলাকারীদের বেপরোয়া সহিংসতায় এবং হুমকি ধমকির কারণে সাংবাদিকের পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সাংবাদিকের  গাড়ী ভাংচুর লুটপাট করেছে সন্ত্রাসী বাবু বাহিনী

সাংবাদিকের গাড়ী ভাংচুর লুটপাট করেছে সন্ত্রাসী বাবু বাহিনী

থানায় কোন কার্যক্রম না থাকায় সামাদ খান মধুখালীতে থাকা সেনাবাহিনির কাছে অভিযোগ করলে সেনাবাহিনীর একটি দল সামাদ খানের বাড়িতে পরিদর্শন করে। ঘটনার সত্যতা পেয়ে সন্ত্রাসী বাবু বাহিনীকে গ্রেপ্তারের অভিযানে নামে। সেনাবাহিনী অভিযানে সন্ত্রাসী বাবু কে আটক হয়। পরে তাকে আদালতে নিয়ে গেলে আদালত তাকে জেল হাজতে পাঠাতে নির্দেশ দেন। এদিকে, এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মধুখালীর সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com