রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::
সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া গ্রামের ইমান আলীর স্ত্রী শিরিন বেগম নামের এক গৃহবধু প্রতিবেশী বখাটের অপবাদ সইতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
সলঙ্গা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে মর্গে প্রেরন করেছে।
গৃহবধুর স্বামী ইমান আলী ও সন্তান সুমি খাতুন জানান, একই গ্রামের বাবু রহমানের ছেলে বখাটে মুক্তার হোসেন মুক্তা গৃহবধু শিরিনকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে গৃহবধু শিরিন রাজি না হলে, মিথ্যা অপবাদ দেয়া শুরু করে। অপবাদ সইতে না পেরে সকালে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যওয়ার সময় সে রাস্তায় মারা যায়।
এ ঘটনার পর অভিযুক্ত মুক্তার হোসেন পালিয়ে গেলেও তার দুই ভাই ঝন্টু ও রেজাঈল করিমকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসলেও ৫ ঘন্টা পরে অদৃশ্য কারনে ছেরে দিলে-সচেতন মহলের মধ্যে নানান গুঞ্জন শুরু হয়।
এ ব্যপারে সলঙ্গা থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি জান্নাত জাহাঙ্গীর তাইজুল হুদা প্রতিবেদক কে বলেন, তাদের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় ছেরে দিয়েছেন।