বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি::
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামের আব্দুস সালামের মৃতদেহ ময়না তদন্তের জন্য বুধবার সকাল ১১ টার সময় কবর থেকে তার মৃতদেহ উত্তোলন করা হয়। নিহত আব্দুস সালাম সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান আকন্দের ছেলে।
এসময় সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হুদা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, সলঙ্গা থানার ওসি তাজুল হুদা উপস্থিত ছিলেন।
মামলায় উল্লেখ করা হয় গত ১৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার সময় এনামুল হক দুদুর বাড়ীর রাস্তায় তাকে অচেতন অবস্থায় দেখে হসপিটালে নিয়ে ভর্তি করার কিছু সময় পর তার মৃত্যু হয়। পরে নিহতের ভাই এ্যাডভোকেট এস কে সাঈদুর রহমান বাদী হয়ে তার বিমাতার ছেলে (সৎ ভাই) আব্দুস সামাদ আকন্দ সহ ১৪ জনকে আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করলে আদালত মৃতদেহ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেয়।
মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহতের বড় ভাই সাইদুর রহমান ও বিবাদী আব্দুস সামাদ গংদের মাঝে দীর্ঘদিনের বিবাদ বিদ্যমান। দীর্ঘদিন পারিবারিক ও জমা-জমি নিয়ে ঝগরা বিবাদ এর জেরে খুন হতে পারে বলে স্থানীয়রা জানান। মামলার বাদী সাইদুর রহমান প্রতিবেদককে বলেন, আমি আমার ভাইয়ের হত্যা মামলা করার পর থেকে আসামীরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে।