রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

সরকার প্রাথমিক শিক্ষাখাতে ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে -গণশিক্ষা মন্ত্রী

আল আমিন মন্ডল (বগুড়া) জেলা প্রতিনিধি:: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুধু প্রাথমিক শিক্ষাখাতে ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সরকারের এই মহতি উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে শিক্ষকদের পাশাপশি অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি যতœশীল হতে হবে। এলক্ষ্যে শিশুদের দুপুরের খাবার তৈরী করে টিফিন বক্সে পাঠাতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন না হলে একটি প্রাথমিক বিদ্যালয়ও সরকারী হতো না। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশে মোট ৬৫হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করা হয়েছে। বিগত বিএনপি জোটের শাসন আমলের চেয়ে বর্তমানে শিক্ষকদের বেতন-ভাতা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝরেপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্ত্বরে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বগুড়া সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের, সাবেক এমপি কামরুন নাহার পুতুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ আজম খান। আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হোসেন আলী, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি লতিফুল বারী মিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, এসএমসির সভাপতি সাংবাদিক আবু মুসা, আহসানউল্লাহ মাষ্টার, মাহফুজুল হক সুইট, শিক্ষক খায়রুল, আমেনা, গামা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, শামিমা আক্তার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com