বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) থেকে::
জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের এম পি ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই কৃষকদের উন্নয়নের স্বার্থে ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার ব্যবস্থা সহ কৃষকদের বিনামুল্যে সার, বীজ ও কৃষি উপকরন সহায়তা দিচ্ছে। যা সারা বিশ্বের মধ্যে একটা রোল মডেল হিসবে পরিচিতি লাভ করেছে। এ ছাড়া আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষি সম্প্রসারন বিভাগ কৃষকদের উন্নত ফসল উৎপাদনে প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। যাতে কৃষকেরা সহযে আধুনিক পদ্ধতিতে উন্নত ফসল উৎপাদনে সক্ষম হন।
মঙ্গলবার দুপুরের পর পীরগঞ্জ অডিটরিয়ামে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগ আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ প্রণোদনার আওতায় বিনামুল্যে সার ও বীজ বিতরনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে স্পিকার এ কথা বলেন।
কৃষি উৎপাদনে জলবায়ুর প্রভাব সম্পর্কে বলতে গিয়ে স্পিকার তার বক্তব্যে আরও বলেন, বর্তমানে সারা বিশ্যে জলবায়ুর একটা বিরুপ প্রভাব পড়েছে। এর ফলে কৃষকেরা ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্থ হছে। তাই কৃষি উৎপাদন স্বাভাবিক রাখার লক্ষ্যে জলবায়ুকে প্রভাবমুক্ত রাখতে সরকারের সহযোগীতায় কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। কারন কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্থ হলে দেশের উন্নয়নও ব্যহত হবে। তাই স্পিকার দেশে খাদ্যের স্বনির্ভরতা ধরে রাখতে কৃষি সম্প্রসারন বিভাগ ও কৃষকদের আন্তরিকার সঙ্গে কাজ করার আহবান জানান।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মোমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পীরগঞ্জ পৌর সভার মেয়র তাজিমুল ইসলাম শামীম ও কৃষক যুবাইদ আলমগীর প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এ কর্মসুচীর আওতায় পীরগঞ্জে ১ হাজার ৪৮০ জন কৃষককে এ সহায়তা দেয়া হবে।